প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ৬:০৬ পি.এম
রাজবাড়ীতে দুই শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ১

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শিহাব মন্ডল নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে রবিবার ( ১৫ জুন) রাতে পাংশা মডেল থানায় ২ ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে শিহাবকে মন্ডমকে আসামী করে ও একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলীকে আসামি করে ২ টি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে একটি মামলায় রাতেই শিহাব মন্ডল কে কুঠিমালয়াট তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ পুলিশ।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথ রোধ করে এবং পকেট থেকে ব্লেড বার করে আমাদের ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ২ স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা ২ টি মামলার মধ্যে একটি মামলায় শিহাব মন্ডল নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর মামলার আসামীকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho