প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ৬:১১ পি.এম
শরণখোলার তামিম এখন জাতীয় সাঁতার প্রশিক্ষণে

নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫” প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বাছাইপর্বে প্রথম হয়ে জাতীয় প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার কৃতি সাঁতারু মোঃ তামিম জমাদ্দার।
তামিম সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই সাঁতারে তার বিশেষ দক্ষতা রয়েছে। খুলনার প্রতিযোগিতায় জেলা ও উপজেলার বিভিন্ন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রথম হন এবং এরপরই তাকে ঢাকার জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।
এখন থেকে তিনি বাংলাদেশ জাতীয় সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরি করা।
তামিম বলেন, “এই অর্জন আমার জীবনের অন্যতম বড় সাফল্য। আমি ভবিষ্যতে দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাই এবং দেশের নাম উজ্জ্বল করতে চাই।”
তামিমের এই অর্জনে তার পরিবার, শিক্ষক, বিদ্যালয় এবং স্থানীয় ক্রীড়ামহলে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তারা সবাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শিরোনামের এই প্রতিযোগিতা সারা দেশে তিনটি ধাপে পরিচালিত হচ্ছে—উপজেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়। এখান থেকে বাছাইকৃত সেরা সাঁতারুরাই পরবর্তী ধাপে দেশের মুখ উজ্জ্বল করতে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho