প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ৬:১৩ পি.এম
মানুষের জন্য কাজ করতে পুলিশে এসেছি: ওসি রাকিবুল

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ থানায় কর্মরত ওসি রাকিবুল ইসলাম একজন কর্তব্যনিষ্ঠ, দায়িত্বপরায়ণ, ন্যায়বান ও মানবিক পুলিশ কর্মকর্তা। তিনি ফরিদপুর থেকে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অপারেশন অফিসার, পরে বরিশাল জেলার কোড ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলাম। ৫'ই আগস্টের পরে বদলি সূত্রে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ হিসাবে জয়েন করেন। বদলি হয়ে আসার পর থেকে নানা ধরনের সামাজিক কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন গোয়ালন্দ বাসীর। জনপ্রিয় হয়ে ওঠেছেন এই উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার লাখো মানুষের কাছে। বর্তমানে সাধারণ খেয়ে খাওয়া মানুষের আস্থা ও ভরসার জায়গা জুরে রয়েছে ওসি রাকিবুল ইসলামের নাম। এছাড়াও সন্ত্রাস ও মাদক কারবারীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দৌলতদিয়া পুড়াভিটা ও যৌনপল্লিকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার ব্রুত নিয়ে কাজ করছেন তিনি। এই পর্যন্ত তিনি ১৪৫ টিরও উপরে মাদক মামলা থানায় রুজ্জু করা করেছেন। উক্ত মামলায় প্রায় ১০৭ জনের উপরে আসামিকে গ্রেপ্তার করেছেন। এছাড়া দুটি ঈদ, কোন রকমের চাঁদাবাজি ছিনতাই ছাড়া সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করেছেন তিনি। ৮'টি হত্যা মামলার ৮'টিই ডিটেক্ট করেছেন। অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন ৮'টি। মানুষের মনে শান্তি ফিরে এসেছে। শুধু তাই নয়, কাজ করে যাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষের জন্য। বাদ পড়েনি সুশীল সমাজের ব্যক্তি সাংবাদিক'সহ বিভিন্ন পেশার মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমি সহ আমার প্রতিটি অফিসার ফোর্স ৫'ই আগস্টের পর পুলিশের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। আমি সর্বদা চেষ্টা করেছি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho