প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ১১:০৬ এ.এম
সিরাজদিখানে জোর করে ব্যাক্তিগত রাস্তা তৈরির অভিযোগ উঠেছে ইউপি সদস্যর বিরুদ্ধে

শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ৮ নং ওয়ার্ড মেম্বার লিটন চৌধুরীর বিরুদ্ধে এক মহিলার নিজস্ব মালিকানা সম্পত্তির উপর জোর করে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগ উঠেছে।
অভিযোগ টি করেন একই গ্রামের প্রবাসী আব্দুর রবের স্ত্রী জাহানারা বেগম।
গত ১৪ জুন শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাজা নগর ইউনিয়নের রাজা নগর মৌজার ৬৫৭ নং খতিয়ানের ৫১৮ দাগে ৩৫ শতাংশ ও ২২৫৫ নং খতিয়ানে ৫১৯ দাগে ১১৭ শতাংশ জায়গা রয়েছে জাহানারা বেগমের,এবং দুই দাগের জমির উপর দিয়ে জোর করে রাস্তা তৈরি করেন ৮নং ইউপি সদস্য জে আই লিটন চৌধুরী যার ৭০% জায়গাই জাহানারা বেগমের।
এই বিষয়ে ভুক্তভোগী জাহানারা বেগম জানান,আমি একজন মহিলা মানুষ আমার স্বামী প্রবাসে থাকেন আমার কোন ছেলে নেই,তাই ভয়ে থাকি সব সময়, লিটন চৌধুরী জোর করে আমার জাগার উপর দিয়ে রাস্তা নিয়ে গেছে আমাকে একবারের জন্য জিজ্ঞেসও করে নাই। মূলত সে তার নিজের ও নিজের লোকজনের জায়গার মূল্য বৃদ্ধি করার জন্য, আমার জায়গার উপর দিয়ে রাস্তা নিয়ে গেছে এটি কোন সরকারি রাস্তা নয়, গেলে সে আমাকে মেরে ফেলার হুমকি দেয় লোকজন দিয়ে গুম করে ফেলবে বলেও একাধিকবার হুমকি দিয়েছে। এ বিষয়ে এলাকার অনেকেই জানে কিন্তু তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না, তাই আমি অসহায় হয়ে শেখর নগর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করি এবংসাংবাদিকদের শরণাপন্ন হই,আমি প্রশাসনের কাছে এই বিষয়ে সুস্থ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি,
অভিযুক্ত জে আই লিটন চৌধুরীর জানান,, জাহানারা বেগমের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা,তবে তার জায়গায় রাস্তা পড়েছে কিনা আমি জানিনা, তারপরেও আমি উনাকে একাধিকবার বাসার জন্য বলেছি যদি ওনার জায়গার উপর রাস্তা পড়ে থাকে আমি তার সমাধান করে দেব কিন্তু উনি আমার কথায় কোন কর্ণপাত করেননি,বিষয়টি সম্পর্কে এলাকার অনেকেই অবগত রয়েছেন।
শেখর নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তাজুল ইসলাম জানান, আমরা একট লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho