
নওগাঁয় নিজেকে বিবাহিত স্ত্রী দাবি করে স্বীকৃতি পেতে গার্মেন্টসকর্মী এক তরুণী প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৬ জুন) সকালে জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্ত্রীর দাবি করা ওই তরুণীর বাড়িও একই উপজেলায়। প্রেমিক মো. নূর নবী বর্দ্দপুর গ্রামের আ. রহমানের ছেলে।
গণমাধ্যমের কাছে ওই তরুণী বলেন, প্রায় সাড়ে চার বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নূর নবীর সঙ্গে পরিচয়। দেড় বছর আগে স্থানীয় একজন মৌলভীর মাধ্যমে ইসলামি শরিয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়। এরপর নূর নবী বলে বাড়িঘর মেরামত করে ঘরে তুলবে আমাকে।
তিনি আরও বলেন, বিয়ের পর নগদ ৮০ হাজার টাকাসহ গার্মেন্টসে চাকরি করে বেতনের টাকা তাঁর হাতে তুলে দিয়েছি। এখন বাড়িতে নিতে বললে টালবাহানা করে। তাই আমি তার বাড়িতে এসে অবস্থান নিয়েছি।
স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দেন ওই তরুণী। এ দিকে অভিযুক্ত প্রেমিক নূর নবীর মা বলেন, আমার ছেলে কোথায় আছে আমি বলতে পারব না। ওই মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে কি না তা-ও আমার জানা নেই। এ বিষয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho