প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ৪:১৫ পি.এম
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌস।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমন মৌসুমে উফশী জাতের ধান চাষে আগ্রহী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলার ১০টি ইউনিয়নের ২,৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের কৃষিকাজে নতুন উদ্দীপনা ও সাহস যোগাবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি কৃষক এতে অন্তর্ভুক্ত হবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho