যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার জামতলা এলাকায় নগদের এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত অর্থের মধ্যে ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে জানানো হয় গত মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে নগদ মোবাইল ব্যাংকিং এর ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম যশোর শহর থেকে একটি প্রাইভেটকারে মণিরামপুরে যাচ্ছিলেন। পথে জামতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে। চাপাতি হাতে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। ঘটনার পরপরই রবিউল ইসলাম ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও জেলা ডিবি, পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া ও সাইবার ইনভেস্টিগেশন সেল ও মণিরামপুর থানা পুলিশের সমন্বয়ে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযানে নামেন। অভিযানে নেতৃত্বদানকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ঝিকরগাছা থেকে ঘটনার সাথে জড়িত যুবক সাগর হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিল প্রাইভেটকারের চালক মো. ইউসুফ আলী ওরফে সাজু। তার সহযোগিতায় বাকিরা সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটায়। অভিযানে ধৃত আসামি ইমদাদুল গাজীর হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি টাকা বহনকারী ব্যাগ ও একটি মোটরসাইকেল।
গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে মো. ইউসুফ আলী ওরফে সাজু (৩১), যশোরের ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের মো. ইসরাইল গাজীর ছেলে রনি গাজী (২৬),একই উপজেলার খোষাল নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. সাগর হোসেন(২৪), বাঁকড়া দিকদানা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে মো. সুজন ইসলাম(৩৩), খোষাল নগর গ্রামের মজনুর রহমানের ছেলে মো. সোহেল রানা(২১), বাঁকড়া দিগদানা গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে মো. ইমাদুল গাজী(৪৬),ও ইমদাদুল গাজীর ছেলে মো. নাসিম গাজী(১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho