প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ৫:১০ পি.এম
দৌলতদিয়া ফেরিঘাট থেকে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি:
ঈদের ছুটিতে ঢাকা থেকে মায়ে'র সাথে রাজবাড়ীতে নানার বাড়ী বেড়াতে আসার সময় দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে নিখোঁজ হয় মাদ্রাসা শিক্ষার্থী সোহানা (১৩)। নিখোঁজ সোহানা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। গত ১১জুন (বুধবার) সন্ধ্যা সারের ৬টার দিকে দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকা থেকে নিখোঁজ হয় সোহানা । পরিবারের দাবী কেউ তাকে অপহরণ করেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
এ বিষয়ে নিখোঁজ সোহানার মা বিউটি বেগম জানান, আমরা এক ছেলে এক মেয়ে ও স্বামীকে নিয়ে ঢাকায় থাকি । গত ১১জুন (বুধবার) ঢাকা থেকে মায়ে'র বাড়ীতে বেড়াতে আসার সময় সন্ধ্যা সারের ৬টার দিকে দৌলতদিয়া ৪নং ফেরিঘাটে শাহপরান ফেরি থেকে নেমে হটাৎ পেছনে তাকিয়ে দেখি বড় মেয়ে সোহানা নেই। অনেক খোঁজাখুঁজি করি তাঁকে কোথাও খুজে পাইনা । রাত ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করতে থাকি। কিভাবে আমার মেয়ে নিখোঁজ হলো আমি বলতে পারছিনা । আমি গোয়ালন্দ থানায় এ বিষয়ে জানিয়েছি। আমার মেয়েকে খুঁজে পাচ্ছিনা ,আমি প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার ধারণা কেউ আমার মেয়েকে অপহরণ করেছে ।
এ বিষয়ে গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে (জিডি নং-৫২৬)। যেহেতু ঘাট কেন্দ্রিক ঘটনা ,তাই বিষয়টি নৌ পুলিশ তদন্ত করছে আমরা গোয়ালন্দ থানা পুলিশও তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারে আমরা সার্বিক চেষ্টা করে যাচ্ছি ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho