
নন্দিনী চট্টোপাধ্যায় ওপার বাংলার টিভি সিরিয়ালে খলনায়িকা বলেই পরিচিত। তার কূটনীতি-ষড়যন্ত্রে নাজেহাল অবস্থা পর্দার নায়িকাদের। খলনায়িকার অভিনয় করে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন তিনি।
বাংলা সিরিয়ালে নিজের প্রতিভা দেখার পর এবার হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ এসেছে নন্দিনীর। ধারাবাহিক নয়নতারা-তে অভিনয় করছেন তিনি।
বর্তমানে মুম্বাইতেই বসবাস অভিনেত্রীর। এসবের মাঝেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় নন্দিনী জানালেন, কতটা স্ট্রাগল করে এই জায়গাতে এসেছেন।
অভিনেত্রী দর্শকদের মনে একটু একটু করে জায়গা, সম্মান ও পরিচিতি পেতে চান। সেজন্য তিনি বাংলার দর্শকদের কাছে খুবই ঋণী বলে জানিয়েছেন।
তবে এরপরই খুবই হতাশার কন্ঠে নন্দিনীকে কিছু নির্দিষ্ট সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলতে দেখা যায়। যারা তার বিকিনি পরা ছবিগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে তাকে বিপদে ফেলেছেন।
নন্দিনী বলেন, অনুরোধ করছি দয়া করুন আমার ওপর। যাদের প্ল্যাটফর্মে আমার বিকিনি পরা ছবি আছে, তারা ডিলিট করে দিন প্লিজ। আমি অনেক কাজ হারিয়েছি সেই ছবিগুলোর জন্য। একটু মানবিকতা রাখুন মনের মধ্যে।
প্রসঙ্গত, দুবছর আগে নন্দিনী চট্টোপাধ্যায়ের বিকিনি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছিল। তিনি গোয়াতে গিয়ে সেই সময় বিকিনি পরে ছবি-ভিডিও পোস্ট করেন। যা নিয়ে চর্চা হয় প্রচুর।
আর নন্দিনীর মতে, এই বিকিনি ছবির জন্য তিনি অনেক কাজ হারিয়ে ফেলেছেন। তাই অভিনেত্রীর অনুরোধ, সবাই যেন বিকিনি পরা সেই ছবিগুলো ডিলিট করে দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho