
নারী না পুরুষ কারা বেশি প্রেমে পড়ে? এ প্রশ্ন যুগ যুগ ধরে আলোচনার বিষয়। তবে সম্প্রতি একটি গবেষণা দিয়েছে চমকপ্রদ তথ্য। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা বলছে, পুরুষই নারীর তুলনায় দ্রুত প্রেমে পড়ে এবং সম্পর্কেও বেশি জড়ায়। গবেষণাটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বায়োলজি অব সেক্স ডিফারেন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়।
৩৩টি দেশের ৮০৮ জন তরুণ-তরুণীর ওপর এই গবেষণা চালানো হয়। তাদের বয়স ছিল ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ফলাফলে দেখা যায়, বিচ্ছেদের পর একজন পুরুষ গড়ে ৪ সপ্তাহের মধ্যেই নতুন সম্পর্কে জড়ায়। সেই ক্ষেত্রে নারীরা সাধারণত ২ মাস বা তার বেশি সময় অপেক্ষা করে। আর ৫ বছরে একজন তরুণ গড়ে ৩.৬ বার সম্পর্কে জড়ান। সেখানে একজন তরুণী মাত্র ২ বার সম্পর্কে জড়ান।
গবেষকরা বলেন, নারীরা সম্পর্ক নিয়ে বেশি সংবেদনশীল ও প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। সম্পর্ক ভাঙার পর তাঁরা সময় নেন নিজেকে সামলাতে। আর পুরুষেরা তুলনামূলকভাবে দ্রুত নতুন সম্পর্কে প্রবেশ করেন। এই ফলাফল সামাজিক ও মানসিক আচরণের ভিন্নতা বোঝাতে সহায়তা করে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho