
গায়ক মাইনুল আহসান নোবেল; শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। কারাগারে দিন কাটানো এই শিল্পীর পরিচয় এখন ধর্ষণ মামলার আসামি।
নোবেলের এ সকল কর্মকাণ্ড সংবাদমাধ্যমের শিরোনামেও জায়গা করে নিয়েছিল। সে কারণে এবার এক নতুন পরিচয়ে অর্থাৎ ‘জাতীয় বেদয়াদব’ বলে আখ্যায়িত করা হলো নোবেলকে!
সম্প্রতি দেশের নন্দিত গায়ক রবি চৌধুরী ফেসবুকে ‘বেয়াদব’ শিরোনামের একটি গান শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই গানটি নোবেল গ্রেপ্তার হয়ে আবার প্রমাণিত হলো সত্যি সে জাতীয় বেয়াদব।
রবি চৌধুরী আরও লিখেছেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না। তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। গায়ক-গায়িকা না হয়ে, সবাই শিল্পী হও।’
রবি তার শেয়ার করা গানের শুরুতে বলেন, ‘আমার এই গান আধুনিক জাতীয় বেয়াদবদের জন্য, যারা শিল্পী নামের কলঙ্ক’।
এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন রবি চৌধুরী নিজেই। সংগীত করেছেন অপু রায়হান। গানটি প্রকাশ হয় ২০২০ সালের জুনে রবি চৌধুরীর ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, এর আগে গত মাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন নোবেল। আছেন কারাবাসে। সদ্যই আদালতের নির্দেশে মামলার বাদীকে বিয়ে করেছেন তিনি। সূত্র- ঢাকা পোস্ট
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho