
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২০ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৮১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জনের পরীক্ষায় এক, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৬ জনের পরীক্ষায় দুই, ন্যাশনাল হাসপাতালে ১৭ জনের পরীক্ষায় একজন ও মেট্রোপলিটন হাসপাতালে ১০ জনের পরীক্ষায় দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়।
আক্রান্ত ৬ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সাত জন জেলার বাসিন্দা। এদের মধ্যে শিশু এক, নারী ২৫ ও পুরুষ ৩০ জন আক্রান্ত হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে ছয়টি হাসপাতালে ৮১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho