
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা এই তথ্য নিশ্চিত করেছে।
মৃত দুই শিশু হলো– ফারাবি (৯) এবং লিহান (৮)। তারা সাতবাড়ি সড়কের শেখ ভবনে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। তারা দুজনই স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ফারাবি পূর্ব শিলুয়া গ্রামের প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। লিহান দুর্গাপুর গ্রামের প্রবাসী শামসুল হকের ছেলে।
সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, ভবন মালিকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মো. হাসান বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ভবন মালিকরা যদি সেফটিক ট্যাংকের ঢাকনা ঠিকভাবে লাগিয়ে রাখতেন, তাহলে এ ঘটনা ঘটতো না।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং শিশু দুটির মরদেহ উদ্ধার করি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং ভবন মালিকের অবহেলার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তাদের এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে। ফারাবির বাবা ইকবাল হোসেন বলেন, ‘আমার ছেলেকে আর ফিরে পাবো না। তবে চাই, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে।
এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণাধীন ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন।
এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় প্রশাসন নির্মাণাধীন ভবনের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho