
বর্তমানে জীবনে চলার পথে অতি প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে স্মার্টফোন। যা ছাড়া আজকাল মানুষ নিজেকে চিন্তা করতে পারেন না। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, প্রায় সবার হাতেই স্মার্টফোন। আর তাতে ব্যাক কভারও লাগানো আছে। অনেকেই ফোনের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে, আবার কেউ কেউ ফোনের সুরক্ষায় ব্যাক কভার লাগিয়ে থাকেন।
ফোন গরম হওয়া: অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, যে কোনও স্মার্টফোনের সমস্যা হচ্ছে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে গরম হয়। যত দ্রুত ব্যাটারি খরচ হয়, তত দ্রুত গরম হয় ফোন। এ পরিস্থিতিতে ফোনে কভার লাগানো থাকলে গরমের মাত্র আরও বেড়ে যায়। যা ফোনের পারফরম্যান্সেও প্রভাবিত হয়। ফলস্বরূপ ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই ফোন হালকা গরম হলেই কভার খুলে রাখতে হবে।
ময়লা জমে থাকা: অনেকই মনে করেন কভার লাগানো হয়ে গেলেই কাজ শেষ। কভার খুলে পরিষ্কার করার কথা তো অনেকের মাথাতেই আসে না। এ অবস্থায় ধীরে ধীরে পেছনের প্যানেলে ধুলা জমার ফলে ফোনে প্রচুর ময়লা জমে যায়। এছাড়া ফোনে অনেক সময় স্ক্র্যাচও দেখা যায়। এতে ফোনে অনেক ধরনের ক্ষতি হতে হবে।
বিশেষজ্ঞদের কথায়, ব্যাক কভার হট সিঙ্কে বাধা হয়ে দাঁড়ায়। যা ফোনের একাধিক যন্ত্রাংশের ওপর প্রভাব ফেলে। বহু ফোনেই দেখা যায়, সবুজ লাইন। বিশেষজ্ঞদের দাবি, এর নেপথ্যেও কারণ এই অতিরিক্ত তাপ। যার জেরে নির্ধারিত সময়ের আগেই ফোনে নানারকম সমস্যা দেখা যায়। প্রভাব পড়ে ক্যামেরাতেও। তাই ফোন ব্যবহার করা উচিত কভার ছাড়াই।
সিগন্যালের সমস্যা: ধাতব ব্যাক কভারের কারণে নেটওয়ার্কের সমস্যা খুব সাধারণ ব্যাপার। যেখানে সিগন্যাল এমনিতেই কম, সেখানে সমস্যা আরও বেড়ে যায়।
তবে ফোনের কভার ফোনটিকে ধুলাবালি থেকে রক্ষা করে। হাত থেকে হঠাৎ পড়লেও বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। তাই যদি আপনার কভার ব্যবহার করতেই হয় তাহলে বাজারে হালকা এবং পাতলা ব্যাক কভারও পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন। এগুলো ফোনে লাগালে কোনো ক্ষতি হয় না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho