মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সংবাদে, সংযোগে, আস্থায়, বিশ্বাসে এ শ্লোগানকে সামনে রেখে মোংলায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় একটি হোটেলে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের নিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় সাংবাদিক, বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক পৌর কাউন্সিলর এমরান হোসেন, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, পরিবেশবিদ ও সাংবাদিক নুর আলম শেখ। বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ, বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোঃ জিয়াদ ইসলাম তন্ময়।
অনুষ্ঠানে আগত এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এছাড়া ৭১ টেলিভিশনের আগামীর পথচলা যেন আরো সুন্দর হয়। সর্বদা বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে বলিষ্ট ভূমিকা রাখে এ আশা ব্যক্ত করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho