
ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ৯ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
আটক আব্দুল মোমিন (৪৫) জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাইসাইকেলে করে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। যার ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, আটক মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। সূত্র-আরটিভি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho