
পাবনার সুজানগর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর লাথিতে সবুজ হোসেন (২৬) নামের এক যুবকের নিহতের অভিযোগ উঠেছে। রবিবার (২২ জুন) দুপুরে নিহতের স্ত্রী আমেনা খাতুন আন্নাকে (২০) গ্রেফতার করে তার ১৫ মাসের কন্যা শিশুসহ আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত সবুজ হোসেন উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত আমেনা খাতুন আন্না দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আমিন সরদারের মেয়ে। এ ঘটনায় নিহত সবুজের চাচাতো ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, প্রায় তিন বছর আগে সবুজ ও আমেনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ১৫ দিন আগে আমেনা কন্যাকে নিয়ে বাবার বাড়ি যান। পরে সবুজ বুধবার (১৮ জুন) রাতে স্ত্রী ও সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যান। সেখানেই গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে আমেনা খাতুন ক্ষিপ্ত হয়ে স্বামী সবুজের অণ্ডকোষে লাথি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ মারা যান। ঘটনার পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মাতৃদুগ্ধ শিশু হওয়ায় গ্রেফতার আমেনার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ মাসের কন্যা সন্তানকেও মায়ের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho