
ছয় বছর ঘর করার পর সংসার ভাঙার খবর দিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ১৬ জুন থেকে স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন তিনি। তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সবাই। তবে কনার সংসার বিচ্ছেদের খবরে ভক্তরা খানিকটা চমকে গিয়েছেন। কারণ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেছিলেন তারা। বিয়ের ৬ বছরের মাথায় দু’জনের পথচলা আলাদা হয়ে গেল।
এদিকে বিচ্ছেদের পর থেকে গুঞ্জন ছড়িয়েছে কনার পরকীয়ার। অনেকে বলছেন, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সংগীতশিল্পী। এটাই কারণ হতে পারে তাদের সংসার ভাঙার।
তবে বিষয়টি নিয়ে কনা বা ওই শিল্পীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’ বলেই মন্তব্য করেছেন অনেক নেটিজেন। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবার জানা।
তবে তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র বলছে, কনার স্বামী ইফতেখার গহীন চেয়েছিলেন সংসার টিকিয়ে রাখতে। এমনকি কনা বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে ইফতেখার গহীন জানিয়েছেন, তারা এখনো আলাদা হননি। যদিও কিছুক্ষণ পরে স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন ইফতেখার গহীন।
এর আগে বিচ্ছেদের খবর জানিয়ে কনা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহীন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’
তিনি আরও লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।'
প্রসঙ্গত, ২০০০ সালের শুরু থেকে নিয়মিত গান করে যাচ্ছেন কনা। অসংখ্য গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন এই শিল্পী। কনার গাওয়া সবশেষ আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। শাকিব খানের সিনেমায় গানটির মধ্য দিয়ে ভক্তমহলে দারুণ সাড়া ফেলেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho