
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ফারজানা খান সাথী নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেওয়া ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। এই পোস্টের পর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যায়নি। নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার সহকর্মীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তার সহকর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা এবং ভক্তরা।
একজন নির্মাতা জানান, গতকাল রাতেও আমার সঙ্গে তার কথা হয়েছে। আমরা নতুন একটি নাটক নিয়ে পরিকল্পনা করছিলাম। সব কিছু স্বাভাবিকই ছিল। এমন হাসিখুশি মেয়েটি এমন পোস্ট দেবে, তা কল্পনাও করিনি। এখন যোগাযোগ করতে পারছি না। খুব দুশ্চিন্তায় আছি। আশা করি সে নিরাপদে আছে।
প্রসঙ্গত, একসময় ‘স্বপ্নীল সাথী’ নামে শোবিজে পরিচিত ছিলেন তিনি। তবে বিয়ের পর নাম পরিবর্তন করে নিজের আসল নাম ‘ফারজানা খান সাথী’ ব্যবহার শুরু করেন। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন তিনি।
সাথীর সহকর্মীরা জানান, ব্যক্তিজীবনে সাথী ছিলেন প্রাণবন্ত ও সদা হাসিখুশি একজন মানুষ। হঠাৎ এমন পোস্ট দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। সূত্র-আরটিভি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho