
মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে জমিলা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার শিবরায়েরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
শিবচর থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত জমিলা আক্তার একই এলাকার সোনামিয়া মাদবরের মেয়ে ও ভ্যানচালক মুসা মুন্সির স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩ বছর আগে মুসা মুন্সির সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় জামিলা আক্তারের। শুক্রবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে মুসা ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান। রাত ৮টার দিকে জামিলা আক্তারকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেন এলাকাবাসী।
পরে মুসাকে খবর দিলে জামিলাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শিবচর থানার ওসি রতন শেখ বলেন, প্রাথমিকভাবে জেনেছি, ঘরের দরজা ভেঙে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho