প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ২:০১ পি.এম
শরণখোলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিবন্ধিত শিশুদের মাঝে উপকরণ বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর শরণখোলা এপি (এরিয়া প্রোগ্রাম)-এর উদ্যোগে ৩০জুন (সোমবার) দুপুরে নিবন্ধিত শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য-উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মৌলিক অধিকার রক্ষা, শিশু শ্রম থেকে বিরত রাখা এবং সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট অফিসার রিয়াজ আহমেদ। তিনি বলেন, “শিশুরা একটি জাতির ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা এপির ব্যবস্থাপক ক্যারল সুশ্রী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুকে তাদের ন্যায্য অধিকার প্রদান করা, যাতে তারা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মানিক হালদার, কর্মকর্তা চার্চিল দাস, স্পনসরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শিশুদের হাতে শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী তুলে দেওয়া হলে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। আয়োজকরা জানান, এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে সুবিধাবঞ্চিত শিশুরা সম্মানের সঙ্গে সমাজে বেড়ে উঠার সুযোগ পায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho