প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৯:৩৫ পি.এম
নির্বাচন হবে কি হবে না, তা ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে দেখা যাবে

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
দেশ এখন নির্বাচনমুখী হলেও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রতিটি এলাকার মধ্যে আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। যেমন সামাজিক যেগুলো আমাদের যোগাযোগ দরকার ছিলো, ওগুলো এখন অগ্রাধিকার ভিত্তিতে দেখছি।
আজ ৩০ জুন (সোমবার) উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের দাম্মাম বিএনপির সভাপতি বখতিয়ার উদ্দীনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
এসময় তিনি এলাকার মাদক ও অবৈধ বালু উত্তোলনের মতো সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি দেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের যতদূর জানা আছে, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের রাজনীতি শুধু নির্বাচনের জন্য নয়, এটি এলাকাবাসীর উন্নয়নের জন্য, সাধারণ মানুষের জন্য। নির্বাচনে কি হবে না হবে তা ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচারণার সময় দেখা যাবে।
হুমাম কাদের চৌধুরী বলেন, “আজকে মরিয়মনগরে আসার উদ্দেশ্য একটাই—আপনারা জানেন প্রবাসে থাকেন আমাদের বখতিয়ার সাহেব। তিনি দেশে আসলে দলের ছেলেপেলেদের সহযোগিতা করেন। আমি তাকে ওয়াদা করেছিলাম, পরেরবার তিনি দেশে এলে তার বাড়িতে আসব। আজ সে উদ্দেশ্যেই এসেছি।”
তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, মরিয়ম নগরের যারা আমার বাবার প্রতি দুর্বলতা রাখেন, তারা সবাই আজ দেখা করতে এসেছেন। আমি আশা করি এই সম্পর্কটা অন্তত ধরে রাখতে পারব।”
হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার দুটি প্রধান সমস্যার কথা উল্লেখ করে বলেন, “বর্তমানে রাঙ্গুনিয়ায় দুটো বড় সমস্যা—একটা মাদক, আরেকটা বালি। এই দুটি সমস্যাই বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho