প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:২২ পি.এম
রাউজানে দেওয়াল চাপা পড়ে কিশোরের মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেওয়াল ধ্বসে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ সুফি জান মোহাম্মদ শাহ (রহ.) এর বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর মেহেরাজ নোয়াখালী জেলার বাসিন্দা ও রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের একটি কলোনিতে বসবাসকারী আবদুল খালেকের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, দুপুরে শিশু কিশোরেরা খেলার সময় স্থানীয় রাশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন জায়গার ঝুঁকিপূর্ণ সীমানা প্রচীরের দেওয়াল ভেঙে এক কিশোর চাপা পড়ে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপারেশন শেষে বিকালে ওই কিশোরের মৃত্যু হয়।
মো. সাহেদ নামে এক ব্যক্তি বলেন, দেওয়ালটি ঝুঁকিপূর্ণ ছিল। নির্মাণ শ্রমিক দ্বারা দেওয়ালটি ভাঙার সময় কিশোর চাপা পড়ে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দেওয়াল ধ্বসে কিশোরের মৃত্যুর ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। তারা আসলে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho