
প্রেমের টানে নওগাঁর বদলগাছীতে এসে প্রেমিক জামিল হোসেনকে (২৪) বিয়ে করেছেন মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪)।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বিলাশবাড়ি গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়। বর জামিল হোসেন ওই গ্রামের কালাম হোসেনের ছেলে।
তিনি জানান, মালয়েশিয়া থাকাকালে তিন বছর আগে নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৩০ জুন তারা বাংলাদেশে আসেন। পরে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।
জামিল হোসেন বলেন, ২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় যাই। পামের একটি শপিংমলে নাজিয়ার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে সেটি প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে নাজিয়া তার পরিবারকে জামিলের সম্পর্কে জানান। প্রথমে তারা রাজি না থাকলেও পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আমাদের বিয়ে হয়। এরপর বাংলাদেশে এসে আজ ইসলামি শরিয়ত মোতাবেক আমাদের আবার বিয়ে হয়।
কনে নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, জামিলকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। জামিলের পরিবারের সদস্যরা মেয়ের মতো গ্রহণ করেছেন। এলাকার মানুষের সঙ্গে মিশতে পেরে ভালো লাগছে।
ছেলের বউ খুব পছন্দ হয়েছে জানিযে জামিলের মা হালিমা খাতুন বলেন, উভয়পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। বউ বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন মানুষরা। এলাকার মানুষরাও প্রশংসা করছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho