প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৫৪ এ.এম
মোটরসাইকেলের পিছনে বাসের ধাক্কা, দুই ভাইয়ের মৃত্যু

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের সড়কের ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় শুক্রবার রাত আনুমানিক সোয়া ৭ টার দিকে মোটরসাইকেল দূর্ঘটনায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন মাহমুদুল হাসান মুন্না (৩১) ও মেহেদী হাসান (৩০)। সম্পর্কে দুজন মামাতো ও ফুফাতো ভাই।
মাহমুদুল হাসান মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং অপরজনের বাড়ী একই উপজেলার কাশিমপুর গ্রামে।তবে তার পিতার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মতলবের মাজহারুল ইসলাম সোহান বলেন, মোটরসাইকেল আরোহী দুজন মতলব থেকে ঢাকা যাওয়ার সময় মুন্সিগঞ্জের ভবেরচর দড়ি বাউশিয়া এলাকায় তিশা বাসটি মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দেয়।সাথে সাথে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। অপরজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যায়। পুলিশ সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তিশা বাসটি আটক করতে সক্ষম হয়।তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহত মাহমুদুল হাসান মুন্না চাঁদপুর শহরে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি পাস করেন। বর্তমানে টেক্সটাইল ইন্জিনিয়ারে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করতেন বলে জানা গেছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন,দুর্ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার এবং তিশা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho