
অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন-খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলো পুনর্বাসনের চেষ্টা চলছে। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে এসব ব্যাংককে পুনর্বাসন করতে। ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। সেখানে এখন কিছুটা আস্থা ফিরেছে। ব্যাংক খাতের শৃঙ্খলার জন্য ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো—যারা ব্যাংকে টাকা জমা রেখেছে, তাদের টাকা ফেরত নিশ্চিত করা। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “সঞ্চয়পত্রের মুনাফার হার যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেরও তারল্যের বিষয় আছে। তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি বলেন, “সঞ্চয়পত্র বেশি বিক্রি হলে ব্যাংকে তারল্য সংকট দেখা দিতে পারে। তখন ব্যাংক কোথা থেকে টাকা পাবে?”
তিনি আরও বলেন, “টাকা নিয়ে অনেকেই পালিয়ে গেছে। পৃথিবীর আর কোনো দেশে এমন হয়নি। তারপরও আমরা বলছি, কারও টাকা মার যাবে না। হয়তো সময় লাগবে, তবে ফেরত পাবেন।”
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, “সমস্যা সমাধানে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।”
বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “বিনিয়োগকারীদের যেন একাধিক দপ্তরে না যেতে হয়, সেজন্য আমরা সব ছাড়পত্র কেন্দ্রীয়ভাবে দেওয়ার চেষ্টা করছি। এতে দেশে ব্যবসা করা সহজ হবে।”
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho