প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৭:৪০ পি.এম
বাঙ্গালহালিয়াতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রথযাত্রা

মিন্টু কান্তি নাথ, রাজস্থলীঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রথযাত্রা। আজ শনিবার (৫ জুলাই), দুপুর ২টায় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রাটি বের হয়।
বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথ দেব,শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে উল্টো রথের যাত্রা শুরু হয়। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বাল্যভোগের পর ভজন কীর্তন, ভোগ আরতি ও রথটানা অনুষ্ঠিত হয়। রথটানা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য পুণ্যার্থী রথ টানায় অংশ নেন।
উল্টো রথযাত্রার সময় মন্দির কমিটির ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সনাতনী সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সনাতনী সমাজের নারী, পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য পুণ্যার্থী রথযাত্রায় অংশ নেন।
এদিকে রত্রযাত্রা উৎসব শুরু থেকেই চন্দ্রঘোনা থানার ওসির দিক নির্দেশনায় মন্দিরে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho