
কক্সবাজারের উখিয়ায় চার বছরের শিশুকন্যা কানিজ ফাতেমা জ্যোতিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছেন পাষণ্ড বাবা। হত্যার পর শিশুটির মরদেহ পাশের নদীতে ফেলে দেন তিনি। পরে এলাকাবাসী ঘাতক বাবাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় এ ঘটনা ঘটে। পাষণ্ড বাবা আমান উল্লাহ (৩২) ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, অভিযুক্ত আমান উল্লাহ একজন মাদকাসক্ত। এ নিয়ে স্ত্রী ও পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ঘটনার দিনও পারিবারিক কলহের একপর্যায়ে তিনি তার মেয়ে কানিজ ফাতেমা জ্যোতিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে মরদেহ পাশের নদীতে ফেলে দেন।
তিনি আরও বলেন, হত্যার বিষয়টি জানাজানি হলে আমান উল্লাহ ঘরের দরজা বন্ধ করে আত্মগোপনের চেষ্টা করেন। তবে স্থানীয়রা দরজা ভেঙে তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে এলাকাবাসী নদীতে নেমে খোঁজাখুঁজি করে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ওসি আরিফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমান উল্লাহ মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন। নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে রাত ১টার দিকে থানায় নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho