প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৬:৫৮ পি.এম
নড়াইলে মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব, জখম ১

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া শহরে মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে রবিন খান (২২) নামে এক যুবককে ক্ষুর দিয়ে কুপিয়ে আহত করেছে একদল দূর্বৃত্ত। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সে লোহাগড়া শহরের গোপীনাথপুর এলাকার ব্যাপারী পাড়ার ইবাদত খানের ছেলে। শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে লোহাগড়া প্রেসক্লাবের পেছনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত রবিন জানান, লোহাগড়ার জয়পুর গ্রামের ফজলুর রহমান ফেলুর ছেলে পিন্টু (২৪) মাঝে মধ্যে তাদের এলাকায় মাদক কিনতে যাতায়াত করতো। সুযোগ পেলেই মা-বোনদের দিকে কুদৃষ্টি দিত এবং তাদের সঙ্গে অকথ্য ভাষা ব্যবহার করতো। তাকে এগুলো না করার জন্য বারবার নিষেধ করা হয়েছে। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে। তবে অপর একটি সূত্র জানিয়েছে, তাদের মধ্যে মুলতঃ মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্ব থেকেই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পিন্টু ও তার এক সহযোগী পথরোধ করে রবিনের ওপর অতর্কিতভাবে ক্ষুর দিয়ে হামলা চালায়। হামলার পর রক্তাক্ত রবিন দৌঁড়ে লোহাগড়া বাজারে তাদের পারিবারিক দোকানে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho