প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৭:০৪ পি.এম
মতলব উত্তরে গুমের পর হত্যা, আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামের জুয়েল রানা ফরহাদকে গুমের পর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ রবিবার (০৬ জুলাই) বিকালে মতলব উত্তর থানার সামনে মানববন্ধনে নিহত জুয়েল ফরহাদের হত্যাকারীদের ফাঁসির দাবী করেন স্বজনেরা।
গত ৩ জুলাই এখলাছপুর এলাকা থেকে নিখোঁজ হন সাতানী গ্রামের ফরহাদ জুয়েল রানা। পরে তার পিতা মোঃ আবুল হাশেম বাদী হয়ে থানায় নিখোঁজ জিডি করেন। ঘটনার পর গত ৬ জুলাই বিকালে হাইচর উপজেলার নীলকমল থেকে ফরহাদের মৃতদেহ উদ্ধার করে রোববার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মানববন্ধনে নিহতের স্বজনেরা বলেন, পরিকল্পনা ভাবে ফরহাদ জুয়েল রানাকে হত্যা করা হয়েছে। আসামীরা ফরহাদ জুয়েলকে গুম করে নেওয়ার পরে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল। আমরা সাথে পুলিশকে জানিয়েছি। আমরা ফরহাদ হত্যার সব আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি চাই।
এদিকে চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশার বলেন, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। সন্দেহ ভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho