
টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি দেশে ফেরত আসা রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন।
মৃত রায়হান মধুপুর পৌর এলাকার বিপ্রবাড়ী গ্রামের জনৈক বাছেদ আলীর ছেলে। নিহত রায়হানের চাচি শরীফা খাতুন জানান, রোববার সন্ধ্যায় বাড়ির কাছের ময়মনসিংহ সড়কের বিএডিসি ফার্ম এলাকার চাঁদের হাসি কফি হাউসের সামনে ঘাসের ওপর দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন রায়হান। এ সময় পায়ে অজ্ঞাত পোকার কামড় অনুভব করেন তিনি। অবহেলা করে সময় পার হয়। অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বাড়িতে ফিরে আনা ও সর্বশেষ রাত ১টার দিকে জটিল অবস্থায় ময়মনসিংহ নেওয়া হয়। সেখানে গিয়ে সাপে কামড়ানোর বিষয়টি নিশ্চিত হয় চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, আমার কাছে এমন তথ্য নেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho