প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১২:০৩ পি.এম
ধর্ষণের অভিযোগ বেঙ্গালুরু পেসারের বিরুদ্ধে

গত মাসে ধর্ষণ বিতর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়াল। উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতে এবার দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
সোমবার (৭ জুলাই) উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছে।
গত ২১ জুন ভুক্তভোগী নারী উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে এই অভিযোগ করেন। ভুক্তভোগী নারী দাবি করেন, দয়ালের সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল তার। দয়ালের সঙ্গে সম্পর্কের প্রমাণস্বরূপ তার কাছে স্ক্রিনশট ও চ্যাট রেকর্ড রয়েছে, যা তিনি পুলিশের কাছে তুলে দেবেন সত্য উৎঘাটনের জন্য। এফআইআরে অনুরোধ করা হয়েছে যাতে স্বচ্ছ তদন্ত হয় এবং প্রভাবশালী হওয়ায় সেই ক্রিকেটার যাতে কোনো ছাড় না পান।
পুলিশের কাছে করা অভিযোগে এই নারী আরও বলেছেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং চিকিৎসাও নিচ্ছেন। সেই নারী আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে জানিয়েছেন। তিনি মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। দয়াল ও তার পরিবার সেই নারীকে বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে বলেও গাজিয়াবাদ পুলিশকে জানিয়েছেন তিনি।
২০২৫ সালের আইপিএলে শিরোপা জিতেছেন দয়ালের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যা ইতিহাসে তাদের প্রথম শিরোপা। ২০২৫ আইপিএলে দয়াল ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন। ২৭ বছর বয়সি এই পেসার ২০২২ সালে শিরোপা জেতা গুজরাট টাইটান্সের দলেও ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho