প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১২:২০ পি.এম
শ্রীনগরে জমজ দুই শিশুকে পুকুরে ডুবিয়ে হত্যা, মা-বাবা আটক

শহিদ শেখ পাখি. মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ছয় মাস বয়সী জমজ দুই কন্যা শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুদের মা শান্তা বেগম ও বাবা সোহাগ মিয়াকে আটক করেছে পুলিশ।
ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশুদের চাচা মো: শাকিব অভিযোগ করেছেন যে, তাদের নিজ মা শান্তা বেগমই শিশু দুটিকে পানিতে ফেলে হত্যা করেছেন। তবে, শান্তা বেগম এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তার স্বামী সোহাগ মিয়াই সন্তানদের হত্যা করেছেন। অন্যদিকে, সোহাগ মিয়ার দাবি যে তিনি শিশুদের মৃত্যুর খবর পেয়ে বাজার থেকে এসেছেন এবং ঘটনার সময় উপস্থিত ছিলেন না। শাকিব আরো জানান,তার প্রতিবেশি মামা তাকে রাত সোয়া আটটার দিকে ডেকে নিয়ে বলে যে, বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে ফেলে দিয়েছে।
পরে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: সিনথিয়া নূর তাদের মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ফিরোজ কবির জানান, পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রী দুজনকেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, দিনমজুর সোহাগ মিয়ার পারিবারিক কলহের জের ধরেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটতে পারে। এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho