প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:৪৪ পি.এম
অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪

নড়াইল প্রতিনিধি
অনলাইন বিভিন্ন পণ্যেও লোভণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অপরদিকে, শত শত পরিবারকে হচ্ছে নিঃস্ব। নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর ও যাদবপুর গ্রামে সোমবার (৭ জুলাই) সকাল থেকে ৮ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. শুকুর আলী মুন্সির ছেলে মো. মুসাব্বির মুন্সি সিপাতুল্য (২৮), যাদবপুর গ্রামের শেখ বাহার উদ্দিনের দুই ছেলে মো. নাজমুল হুসাইন (৩১) ও বাপ্পি হাসান ওভি (২৭) এছাড়া একই গ্রামের মো. আফসার মীনার ছেলে মো. রনি মীনা (৪১)।
ভুক্তভোগী আহাদ বলেন, একটা মোটরসাইকেলের জন্য কয়েক দফায় পর্যায়ক্রেম ১ লক্ষ ৯৫ হাজার টাকা তাদের দিয়েছি। গাড়ি দেয়ার কথা বলে আমাকে এক মাস ধরে হয়রানি করছে। আটককৃত ৪ প্রতারকের কঠোর শাস্তি দাবি করি।
এ বিষয় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম বলেন, অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও প্রতারণা সংক্রান্তের মামলায় গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এবং পেইজ গুলোকে টাকা দিয়ে বুস্টিংয়ের মাধ্যমে অধিক মানুষের কাছে তাদের লোভনীয় বিজ্ঞাপন পৌঁঁছে দেয় এবং প্রতারণা করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho