প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৪:১২ পি.এম
রাজনীতির প্রতি বিরক্ত কঙ্গনা

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত এখন সংসদ সদস্য। রাজনীতিতে বেশ হাক ডাক করেই প্রবেশ এই অভিনেত্রীর। তবে বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতির প্রতি বিরক্ত তিনি! সম্প্রতি এক সাক্ষাৎকারে নেত্রী ও অভিনেত্রী জানিয়েছেন, বলিউডের মতো রাজনীতির ময়দানেও প্রতিদিন কঠিন সব চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাকে।
অভিনয় থেকে কঙ্গনা রাজনীতিতে এসেছেন বেশি দিন হয়নি। সবে এক বছর হয়েছে তার সংসদ সদস্য হওয়ার। আর এর মধ্যেই রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা রানাওয়াত। সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা শুনতে শুনতে বেজায় বিরক্ত কঙ্গনা। বিরক্তি নিয়েই অভিনেত্রী বললেন, ‘সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করব?’
রাজনৈতিক জীবন সম্পর্কে ইউটিউব চ্যানেল ‘আত্মা ইন রাভি’-এর একটি পডকাস্টে কঙ্গনা এই নিয়ে কথা বলেছেন।
কঙ্গনা ২০২৪ সালের মার্চ মাসে বিজেপিতে যোগদান করেন। এখানে যখন কুইন-নায়িকাকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি কি এতে (রাজনৈতিক কেরিয়ারে) আনন্দ পাচ্ছেন? যাতে কঙ্গনা জবাব দেন, “আমি ধীরে ধীরে বুঝতে পারছি। আমি বলব না যে আমি এতে (রাজনীতিতে) আনন্দ পাচ্ছি। এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরণের কাজ, যা সামাজিক সেবা।
এটা কখনোই আমার ব্র্যাকগ্রাউন্ড ছিল না। আমি কখনও মানুষের সেবা করার কথা ভাবিনি। আমি নারীর অধিকারের জন্য লড়াই করেছি, কিন্তু এটা আলাদা। কারও নালা (ড্রেন) ভেঙে গিয়েছে এবং আমি ভাবছি, ‘আমি তো একজন সাংসদ এবং এই লোকগুলো কেন পঞ্চায়েত-স্তরের সমস্যা নিয়ে আমার কাছে আসছে।কঙ্গনা হতাশার সুরে বলেন, “কিন্তু এসবে মানুষের কিছু যায় আসে না।
যখন তারা আমাকে দেখে, তারা ভুলে যায় আমি একজন সাংসদ। ভাঙা রাস্তা থেকে ড্রেন, সব নিয়ে কথা বলে আমার সঙ্গে। এবং আমি যখন তাদের বলি যে এটি রাজ্য সরকারের বিষয়, তারা বলে, ‘আপনার কাছেও তো টাকা আছে, আপনি আপনার নিজের টাকা ব্যবহার করুন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কঙ্গনা রানাওয়াত বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। পর্দায় অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ইমার্জেন্সি’ সিনেমায়। কঙ্গনা এখন আসন্ন হরর মুভি ‘ব্লেসড বি দ্য এভিল’-এর মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক লায়ন্স মুভিজ প্রযোজনা করছে। এই সিনেমার শুটিং পরের বছর নিউইয়র্কে শুরু হওয়ার কথা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho