প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৮:২৭ পি.এম
কলারোয়া সীমান্তে ভারতীয় মদ-ওষুধ ও শাড়ি উদ্ধার

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৯ জুলাই) কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, হিজলদি, চান্দুড়িয়া, সুলতানপুর, তলুইগাছা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন।
বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তের কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। অপরদিকে চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের গোয়ালপাড়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও কুলবাগান থেকে ১০০ বোতল ভারতীয় পান্স মদ উদ্ধার করেন। এদিকে মাদরা বিওপির সদস্যরা গাড়াখালি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।
এছাড়া সুলতানপুর বিওপির সদস্যরা সুলতানপুর পাকা রাস্তার ওপর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এছাড়াও হিজলদি বিওপির সদস্যরা সীমান্তের বড়ালি নামক স্থান থেকে ১লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন।একইদিনে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা চেকপোস্ট থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে বধবার কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়। আর উদ্ধারকৃত ১১৯ বোতল পান্স মদের মূল্য জানা যায়নি। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি সদস্যরা আটক করতে পারেননি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত বুধবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho