প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৮:৪১ পি.এম
রাণীশংকৈলে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল, পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়।
এছাড়াও সদ্য নিয়োগপ্রাপ্ত ৫ জন গ্রাম পুলিশকে পোশাক প্রদান করা হয় এবং পরবর্তীতে তাদের কেউ বাই সাইকেল দেয়ার কথা ব্যক্ত করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন ।
এসময় গ্রাম পুলিশ সদস্যরা জানান, এই বাইসাইকেল পেয়ে আগের চেয়ে কাজের গতি বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য দ্রুতই গ্রামে পৌঁছে দিতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। জন্ম-মৃত্যু সনদ হোল্ডিং ট্যাক্স সহ আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেন। তাদের এই কার্যক্রমগুলো আরো সুন্দর ও গতিশীল করার জন্য স্থানীয় কর্তৃক তাদের বাইসাইকেল দেয়া হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho