
পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনা সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদের কণ্ঠে এবার যুক্ত হলেন অভিনেতা খায়রুল বাসার।
অভিনেতা শুক্রবার (১১ জুলাই) ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। খায়রুল বাসার লেখেন, আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হয়ে মানুষ হতে পারেনি। যারা পশুত্বকেও লজ্জা দেয় এমন আচরণ করেছে। আল্লাহ এই দেশকে রক্ষা করুন কিছু ভালো মানুষের বরকতে। তিনি আরও লেখেন, এই দেশের মানুষ যেন অন্তত শান্তিতে ঘুমাতে পারে। যেখানে অন্যায় হবে, সেখানে প্রতিবাদ করুন। নীরব না থেকে মানুষের পাশে দাঁড়ান, সাহস দেখান, মানবতা দেখান। বারবার ব্যর্থ হলেও আইনের আশ্রয় নিন। একদিন পরিবর্তন আসবেই।
খায়রুল বাসারের মতো আরও অনেক তারকাই সোচ্চার হয়েছেন এই বর্বরতার বিরুদ্ধে। এর আগে নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে চাঁদা না দেয়ার কারণে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী থাকার অভিযোগ রয়েছে। দলটি ইতোমধ্যেই সংশ্লিষ্টদের বহিষ্কার করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho