
কক্সবাজারের টেকনাফে পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবাসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
গ্রেপ্তার নূর মোহাম্মদ (৪৯) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়ার মো. ইউছুফ আলীর ছেলে। তিনি বিএনপির টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এবং ঘোষণার অপেক্ষায় থাকা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী।
লে. কর্নেল জসীম উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইমামের ডেইল এলাকাস্থ চেকপোস্টে বিজিবির সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। একপর্যায়ে টেকনাফ দিক থেকে আসা একটি প্রাইভেটকারও থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা এক যাত্রীর গতিবিধি ও আচরণ বিজিবির সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয়। পরে ওই ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথে ইয়াবা থাকার তথ্য স্বীকার করেন। এরপর বিশেষ কৌশলে পায়ুপথ থেকে কালো রঙের দুটি বায়ুরোধী প্যাকেট বের করা হয়। প্যাকেট দুটি খুলে পাওয়া যায় ২ হাজার ইয়াবা।
গ্রেপ্তার ব্যক্তির স্বীকারোক্তির বরাতে বিজিবির এ কর্মকর্তা বলেন, টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বেশি দামের বিক্রির জন্য কক্সবাজার নিয়ে যাচ্ছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
টেকনাফ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, গ্রেপ্তার নূর মোহাম্মদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এ ছাড়া তিনি ঘোষণার অপেক্ষায় থাকা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho