প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৮:০২ পি.এম
মতলবে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মোঃ রাসেল (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই২০২৫) সকালে উপ পুলিশ পরিদর্শক এসআই মিজানুর রহমান ধর্ষণের মূল আসামি কে গ্রেফতার।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, থানায় দায়ের করা এফআইআর নং-২৭, তারিখ ১৩ জুলাই ২০২৫; জিআর নং-৪২৯, ধারা ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩), এবং দণ্ডবিধি ৩২৩/৫০৬(২) এর আওতায় অভিযুক্ত উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের মো. হান্নান সরকারের ছেলে মোঃ রাসেলকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ আরো জানায়, ধর্ষণের শিকার হওয়া ভিকটিম একজন বুদ্ধিপ্রতিবন্ধী নারী। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই পুলিশ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারের পর অভিযুক্ত রাসেলকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। আইনানুগ প্রক্রিয়ায় এ মামলার বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho