প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৯:৫২ পি.এম
জাতীয় সমাবেশ সফল করতে মোংলায় জামায়াতের স্বাগত মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের দাবিতে আগামী শনিবার (১৯ জুলাই) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে মোংলায় জামায়াত একটি বর্ণাঢ্য মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মিছিলটি শহরের বিএল এস মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবী আদায়ের জন্য ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ৭ দফা দাবী কারো ব্যক্তি স্বার্থের জন্য নয়, এটি পুরো জাতির মুক্তির দিকনির্দেশনা।
জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন,৩৬- জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে বুকে ধারণ করে সব অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাড়িয়ে আমরা ইনসাফভিত্তিক একটি রাস্ট্র নির্মাণ করবো।
অতীতে যেমন জামায়াতে ইসলামী দলমত নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে, তেমনি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামেও সামনে থাকবে-ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ। তিনি ১৯ জুলাই জামায়াতে ইসলামী'র ঢাকা জাতীয় সমাবেশে যোগ দিতে সবাইকে আহবান জানান। পরিশেষে নেতৃবৃন্দ জাতীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী, সেক্রেটারি অ্যাডভোকেটসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho