
যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি ও চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পর্ক, তারা কেউ আমাদের দলের (বিএনপি) সদস্য হতে পারবে না। সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র ও সচ্ছল মানুষ তারাই হবে বিএনপির সদস্য এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সভা করে বলেছিল, যারা আন্দোলন করছে তাদের একেবারে শেষ করে দাও। ভাইরাল হয়েছে তার এই বক্তব্য।
তিনি আরও বলেন, এই কয়েক দিন আগেও তার সেদিনের সে বক্তব্য আবার ভাইরাল হয়েছে। প্রত্যেকটি মানুষ সে বক্তব্য শুনেছে। ভাইরাল হওয়া বক্তব্য এডিট করা না। পৃথিবীর নামকরা গণমাধ্যম বিবিসি শেখ হাসিনার ওই বক্তব্য ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছে, ওটা শেখ হাসিনার নিজের কন্ঠস্বর। তার দেশের সন্তান, ছাত্র, বাচ্চাদের পিটিয়ে গুলি করে মাটিতে মিশিয়ে দেওয়ার যে মহিলা নির্দেশ দিয়েছে, সে কত বড় রক্তপিপাসু হতে পারে তা এদেশের জনগণ জানে।
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট দরজায় কড়া নাড়বে, জনগণ এটা মেনে নেবে না।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho