
‘ওপেনহাইমার’ দিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়ার পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলান। এবার তিনি নির্মাণ করছেন গ্রিক মহাকাব্য অবলম্বনে নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। হোমারের বিখ্যাত ‘ওডিসি’ কাব্য থেকে অনুপ্রাণিত এই সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।
তবে সিনেমাটি ঘিরে সবচেয়ে চমক জাগানো খবর হলো, মুক্তির এক বছর আগেই শুরু হচ্ছে ছবির আগাম টিকিট বিক্রি! হলিউডে এই ধরনের ঘটনা আগে কখনও দেখা যায়নি।
তবে এতে রয়েছে একটি শর্ত। শুধুমাত্র আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন আছে এমন সিনেমা হলে ২০২৫ সালের ১৭ জুলাই থেকে টিকিট কেনা যাবে। অন্য সাধারণ প্রেক্ষাগৃহে টিকিট পেতে হলে অপেক্ষা করতে হবে মুক্তির কিছু মাস আগে পর্যন্ত।
ছবির প্রচার এরইমধ্যে শুরু করে দিয়েছে ইউনিভার্সাল পিকচারস। ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ এবং নতুন ‘সুপারম্যান’ সিনেমা দেখানোর আগে কিছু কিছু হলে ‘দ্য ওডিসি’-র এক মিনিটের বিশেষ ঝলক দেখানো হচ্ছে। যদিও টিজারটি এখনও অনলাইনে প্রকাশ করা হয়নি, তবে হলের দর্শকেরা আগ্রহ নিয়ে সেই ঝলক দেখছেন।
এই সিনেমায় ইথাকার রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। সঙ্গে থাকছেন আরও একঝাঁক তারকা—টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন এবং শার্লিজ থেরন।
এদিকে ‘দ্য ওডিসি’ হতে চলেছে নোলানের প্রথম সিনেমা, যেটি পুরোটা আইম্যাক্স ক্যামেরায় শুট করা হয়েছে। এর আগে ‘দ্য ডার্ক নাইট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ বা ‘টেনেট’-এ আংশিকভাবে আইম্যাক্স ব্যবহার করেছিলেন নোলান। এবার পুরো ছবিতেই থাকবে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho