প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৬:০০ পি.এম
মৌলিক সংস্কার না করে নির্বাচনের দিকে হাঁটবেন না, সরকারকে নুর

দেশে শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন বা সংস্কার না করে জাতীয় নির্বাচনের দিকে না হাঁটার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে বক্তৃতা করেন তিনি।
নুর বলেন, ‘আল্লাহ মানুষকে ধন-সম্পদ এবং ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন। গত ১০ বছর আমাদের কাছ থেকে নিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি।
তিনি বলেন, ‘বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়। আমরা দেখতে পাচ্ছি, জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের অংশীজনরা মজলুমরা আজ উৎফুল্ল, অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে।’
গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, ‘মনে রাখতে হবে, আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো, আল্লাহপাকও আমাদের ছাড় দেবেন না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নুর বলেন, রক্তের বিনিময়ে যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে; সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না।
তিনি বলেন, নির্বাচনের আগে সব দল যেন নির্বিঘ্নে প্রচার-প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্রব্যবস্থা যেন থাকে, একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেয়ারও আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho