
স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের- নান্দাইলে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত প্রাইভেটকার ছিটকে পড়ে সড়কের পাশে মাদ্রাসার মাঠে থাকা শিক্ষক মাহমুদুল হাসান মামুনকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা মাহমুদুল কে মৃত ঘোষণা করেন।
রবিবার (২০ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর গ্রামের মারকাজুল সুন্নাহ্ মাদরাসার মাঠে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহমুদুল হাসান মামুন (৩৫) চরশ্রীরামপুর গ্রামের হাই উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়ক দিয়ে নিজের প্রাইভেট কার চালিয়ে অফিসে যাচ্ছিলেন- নান্দাইল উপজেলার প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মেহেদি হাসান। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মারকাজুল সুন্নাহ্ মাদরাসার মাঠে ছিটকে পড়ে।
গাড়িটি মাঠে কাজ করা মাদরাসাপ্রধান (মুহতামিম) মাহমুদুলকে চাপা দিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন মাহমুদুল। পরে তাঁকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটির চালকের আসনে থাকা ব্যাংক কর্মকর্তা মেহেদি হাসানকে আটক করে পুলিশে দেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন- এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho