প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৮:৪৩ পি.এম
হাতীবান্ধা মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি
নিজ বাড়িতে আগুন লাগিয়ে ও এ্যাসিড নিক্ষেপের নাটক সাজিয়ে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাতীবান্ধায় এক ভুক্তভোগী পরিবার। বুধবার দুপরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত লিখিত বক্তব্য পাঠ করেন ও এলাকার খোরশেদ আলম বাবলু' র স্ত্রী মমতাজ বেগম। এসময় তিনি অভিযোগ করে বলেন আমার শশুর মৃত্যু আলহাজ্ব আফসার উদ্দিনের মোট ১২ বিঘা জমি ছিলো। তিনি তার দুই ছেলে ৪ মেয়ের কাউকে জমি লিখে দেননাই। কিন্তু তার এক মেয়ে মাহামুদা বেগম ও তার স্বামী মোজাম্মেল হক মোজা গোফনে আমার বৃদ্ধ অসুস্থ শশুরের কাছ থেকে লিখে নেয়। যাহা পরবর্তীতে আমার শশুর জানতে পারলে লালমনিরহাট জেলা জজ আদালতে একটি দলিল বাতিলের মামলা করেন। সেই মামলা এখনও চলমান রয়েছে। এমতাবস্থায় আমি কয়েকদিন আগে ওই জমিতে ধান চাষ করতে গেলে আমার ননদ ও তার স্বামী মোজাম্মেল হক আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তারিয়ে দেন।পরে লোক মাধ্যমে জানতে পারি তারা নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের নামে হাতীবান্ধা থানায় একটি মিথ্যা এ্যাসিড নিক্ষেপের মামলা করেন। যাহা সম্পুর্ন ভিত্তিহিন ও বানোয়াট। ওই মামলার সঠিক তদন্ত চেয়ে অনুরোধ জানিয়েছেন সংবাদ সম্মেলনে মমতাজ বেগম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho