প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:২৪ পি.এম
গোয়ালন্দের দেবগ্রামে নদী ভাঙ্গনে দিশেহারা পদ্মা পাড়ের মানুষ

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার ও কাওয়াজনি এলাকায় ফের নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
গত দুইদিন অন্তত ৬০ মিটার কৃষি জমি পদ্মা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সেই সাথে নদী ভাঙ্গনে চরম ঝুঁকিতে রয়েছে আশ পাশের কবরস্থান, ঈদগাহ মাঠ, আরো ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট। এতে করে ভাঙনের আতঙ্কে পড়েছে কয়েকশ পরিবার।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার ও কাউয়াজানি এলাকায় ভাঙ্গনের আতঙ্কে শত শত পরিবার দিন কাটাচ্ছে নদীর পাড়ে। জমির ধরন্ত ফসল ও পাট কেটে নিচ্ছেন কৃষকরা। নদী ভাঙ্গনের কারণে দেবগ্রাম ইউনিয়ন ও দৌলতদিয়া ইউনিয়ন মানচিত্র থেকে বিলীন হতে বসেছে।জরুরী ভাবে নদী ভাঙ্গন প্রতিরোধের পদক্ষেপে নেওয়া না হলে যেটুকু আছে সবটুকুই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ৪ দিনের নদী ভাঙ্গনে প্রায় ১০ থেকে ১৫বিঘা ফসলি জমিন নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় একাধিক কৃষক জানান, গত ৪ দিনে নদী ভাঙ্গনে পাট,ধানসহ প্রায় ১০/১৫ বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যেখানে জিও ব্যাগ ফালানো হয়েছে সে জায়গায় নদী ভাঙছে না ভাঙছে তাঁর পশ্চিমে। এই ভাঙ্গন স্থানে দ্রুত জিও ব্যাগ ফেলা না হলে। আমাদের আরো যতটুকু জমি রয়েছে সব নদী গর্ভে বিলীন হয়ে যাবে। চাষাবাদ করার মতো আর কোন জমি থাকবে না ।
রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন জানান,আমরা ঝুঁকিপূর্ণ ভাঙ্গন এলাকা পরিদর্শন করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho