
নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলার মাঠে ঢুকে দর্শকদের চাপা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে গিয়াস উদ্দিন (৪৩) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ জন আহত হন। শনিবার (২৬ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। আহতরা হলেন- দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহজালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মণের ছেলে হৃত্তিক চন্দ্র বর্মণ (২০) ও কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুদু মিয়া (৫৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এ সময় ইলিয়টগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে দর্শকদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। তখন দর্শকরা বাসটি ভাঙচুর করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ফুটবল ম্যাচ চলাকালীন ভিড়ের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho