প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৮:০২ পি.এম
অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়ে ছিল বলে, দেশ আজ মুক্ত: এড. মশিউর আলম

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মশিউর আলম বলেন, অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল বলে দেশ আজ মুক্ত। জুলাই আগস্টে বৈষম্য মূলক ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র জনতা শহীদ হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে। ছাত্র-জনতার এ ঋণ বাংলার মানুষ শোধ করতে পারবেনা। তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এদেশ মুক্ত করে গেছেন।
তিনি রোববার বিকেলে দক্ষিন কেরানীগঞ্জ থানার কদমতলী গোলচত্ত্বর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়েতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে " জুলাই বিপ্লব '২৪ শীর্ষক সেমিনার গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ প্রত্যাশা পূরণ " শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা নায়েবে আমির শাহিনুর ইসলাম, জেলা সহকারি সেক্রেটারি জেনারেল এবিএম কামাল হোসেন, জেলা কর্ম পরিষদ সদস্য ডা. শহীদুজ্জামান, জেলা কর্মপরিষদের সদস্য মীর আতাউর রহমান, ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আমির এডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল ও মডেল থানা আমির এমাদুল হক সহ ঢাকা জেলাজামায়াতের নেতৃবৃন্দ।
ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন বলেন, শহীদের রক্তের বিনিময়ে দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ছাত্র জনতার ত্যাগ ও শহীদের বিনিময় এ দেশ আমরা পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলাম চায় দেশের মানুষ শান্তিতে থাকবে। অন্যায় অত্যাচার জুলুম, চাঁদাবাজের স্থান এদেশে হবে না। বর্তমান সরকারকে তিনি বলেন, যত দ্রুত সম্ভব আইন-শৃঙ্খলা, বিচার কার্য শেষ করে নির্বাচন দেয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho