প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৪:২৯ পি.এম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেজি স্কুল বঞ্চনার প্রতিবাদে এনায়েতপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে এনায়েতপুর কেজি মোড় এলাকায় 'কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ'-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
আয়োজক সংগঠনের আহ্বায়ক ও আই সি এল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। হঠাৎ করে তাদের বাদ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত।”
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার সুযোগ সবার জন্য সমান হওয়া উচিত। সরকারি সিদ্ধান্তে কেজি স্কুলের শিক্ষার্থীদের এ পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিশুদের মনোবলে আঘাত করবে।
তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
আয়োজকরা জানান, মানববন্ধনের পর তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho